কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নয়া মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি রাজীবপুর উপজেলা শহরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মোঃ নয়া মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজীবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে, ওই ঘটনায় স্থানীয় এক জামায়াত কর্মী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওইদিন জামায়াত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে