যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মশরহাটী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল খা (৪৫) নামে একজনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা। আহত শহিদুল ওই গ্রামের মৃত ইব্রাহিম খায়ের পুত্র।
এ ঘটনায় শহিদুলের মাতা শাহিদা বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ জুলাই (রবিবার) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহিদুল ভূমি অফিস থেকে বাড়ি ফেরার পথে সর্দার মিল গেটের কাশেমের হোটেলের সামনে পৌঁছালে মশরহাটী গ্রামের কাদের খায়ের পুত্র মনি খা (৩০), কালাম খায়ের দুই পুত্র সাগর খা (২৩) ও সৈকত খা (২১), এবং খোকন শেখের পুত্র সোহান শেখ (২১) একযোগে বাঁশের লাঠি, হকি স্টিক ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়।
শহিদুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

