খাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ছুটির পর শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে।
আটক মো. শাহিন উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত লেদু মিয়ার ছেলে।
শিশুটির বাবা বাদী হয়ে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রামগড় থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে অভিযুক্তকে আটক করে।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদ্রাসা ছুটির পর শিশুটি বাড়ি ফিরছিল। এ সময় মো. শাহিন শিশুটিকে ফুসলিয়ে নাকাপা বাজারের মিম হোটেলের পেছনে একটি স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন একুশে সংবাদকে বলেন, “শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
একুশে সংবাদ/খা.প্র/এ.জে