AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শায় ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০১:৪৩ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

শার্শায় ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন ও ১৯ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—শার্শার গোড়পাড়া গ্রামের শাজাহান সরদারের ছেলে মহিনুর রহমান এবং ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের মৃত রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস।
এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম ওরফে মাসুদ পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে থানা পুলিশের এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে যায়। বাকিদের আটক করে দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত মহিনুর রহমানের বিরুদ্ধে পূর্বে ৪টি, সুব্রত দাসের বিরুদ্ধে ২টি এবং পলাতক মাসুমের নামে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,“মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!