AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল কিনে না দেওয়া ছেলে বিষপান মৃত্যু



মোটরসাইকেল কিনে না দেওয়া ছেলে বিষপান মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে বিষপান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সায়মন নামে এক তরুণ। নিহত মো. সাইদুর রহমান সায়মন (১৯) বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা মো. নাছেরের ছেলে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,“সম্প্রতি সায়মনের বাবা ধারদেনা পরিশোধ করতে জমি বিক্রি করেন। সেই টাকা থেকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য জোর করছিল সায়মন। মোটরসাইকেল না পাওয়ায় অভিমানে রবিবার সে বিষপান করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পাকস্থলী পরিষ্কার করার পর তাকে রাতেই বাড়ি পাঠানো হয়েছিল।”

তিনি আরও জানান,“তাকে খাবার ও পানি না দিতে বলা হয়েছিল, তবে পরিবারের পক্ষ থেকে তা মানা হয়নি। ফলে ফের অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

সায়মনের বাবা মো. নাছের জানান,“রবিবার সকালে বিষপান করার পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, সেখান থেকে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পাকস্থলী ওয়াশ করার পর রাতে রিলিজ দিলে সে বাড়ি চলে আসে।”

তার মা শেলি আক্তার বলেন,“এক ছেলে ও এক মেয়ের মধ্যে সায়মন বড়। সে অটোমোবাইল ওয়ার্কশপে কাজ শিখছিল। তার বাবা ভবনের দারোয়ান হিসেবে মাসে ৪-৫ হাজার টাকা আয় করেন। এই আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে মোটরসাইকেল কেনার সামর্থ্য নেই—তাকে বুঝিয়েছি, কিন্তু সে কথা শোনেনি।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!