চুয়াডাঙ্গার জীবননগরে ঘরের ছাঁদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নতুন চাকলা গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন ওই গ্রামের মো. ছোবদুলের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে সাবিনা খাতুন বাড়ির ছাঁদে গিয়ে নিজের বোরখা শুকাতে দেন। এ সময় বোরখা নেড়ে দেওয়ার মুহূর্তে পা পিছলে তিনি ছাঁদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
একুশে সংবাদ/চু.প্র/এ.জে