পাবনায় সাদ মোহাম্মদ সাব্বির (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ সাব্বির ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মো. ছাইদুর রহমানের ছেলে। সে পাবনা শহরের দারুল হাদিস মাদ্রাসার ছাত্র।
পরিবার জানায়, গত ১৮ জুলাই (শুক্রবার) বিকেলে বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে বের হয় সাব্বির। কিন্তু সে আর মাদ্রাসায় পৌঁছায়নি এবং এরপর থেকেই নিখোঁজ রয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও কোথাও তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে গত শনিবার পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাব্বিরের পরিবার।
সাব্বিরের মা-বাবা জানান, একমাত্র ছেলেকে হারিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারা ছেলের সুস্থ ও নিরাপদ ফেরার জন্য সবার সহযোগিতা এবং মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে