AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৫:০৮ পিএম, ১৮ জুলাই, ২০২৫

কুড়িগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে জেলা বিএনপির মৌন মিছিল

কুড়িগ্রামে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণে জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মরণ করেন। পরে কার্যালয় থেকে একটি বিশাল মৌন মিছিল বের হয়, যা জাহাজ মোড়, কুড়িগ্রাম বাজার ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।

মৌন মিছিলে অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাবেক সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল আলীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জুমার নামাজের পর জেলার বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা চেয়ে জেলা বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!