AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে বাসস্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদে এনসিপি’র গণঅবস্থান কর্মসূচি



নান্দাইলে বাসস্ট্যান্ডে চাঁদাবাজির প্রতিবাদে এনসিপি’র গণঅবস্থান কর্মসূচি

ময়মনসিংহের নান্দাইলে বাসস্ট্যান্ডে চলমান চাঁদাবাজির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি (ন্যাশনাল কনসেন্সাস পার্টি)।

“চাঁদাবাজদের ঠিকানা, এ বাংলায় হবে না”— এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) নান্দাইল উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড ও ব্রিজ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা চাঁদাবাজি বন্ধে যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, কেউ চাঁদা চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবে এনসিপি নেতৃবৃন্দ ও প্রশাসনকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন, ময়মনসিংহ জেলা এনসিপির নেতা সোলায়মান হাকিম বুলবুল, নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাইজুল ইসলাম এবং যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন। এছাড়াও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যানবাহন চালক ও যাত্রীরা বলেন, “চাঁদাবাজির বিরুদ্ধে এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও এমন জনসচেতনতামূলক কার্যক্রম দরকার।”

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!