কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে মো. ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে আরও চার বন্ধু আহত হয়েছেন। ঘটনার একদিন পার হলেও ওয়াসিমের কোনো খোঁজ মেলেনি।
বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওয়াসিম মিয়া ওই গ্রামের উসমান মিয়ার ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মো. আতিকুল মিয়ার ছেলে ফাইম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার ছেলে আরিফুল (১৭), রুস্তম মিয়ার ছেলে সিয়াম মিয়া (২১) এবং আলম মিয়ার ছেলে আদনান মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ বন্ধু একসঙ্গে নদীতে জাল ফেলতে নামে। পানিতে নামার পরই ওয়াসিম ডুবে যেতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে অন্য চারজনও ডুবে যাওয়ার উপক্রম হয়। এসময় নদীতে থাকা জেলেরা তাদের উদ্ধার করে আহত অবস্থায় নিকটবর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। তবে ওয়াসিমের সন্ধান মেলেনি। সন্ধ্যা নামায় অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।
ঘটনার পর থেকে নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। নিখোঁজের স্বজনরা আহাজারি করে বলছেন, জীবিত না হলেও অন্তত লাশটি ফিরে পেতে চান তারা।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানের জন্য জানানো হয়েছে। তবে দীর্ঘ চেষ্টার পরও নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/এ.জে