AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত



কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতুর শিমরাইল অংশে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে থানার ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে কাঁচপুর ব্রিজের শিমরাইল অংশে দুটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর প্রায় ১০০ গজ দূরে তাদের দুই চালকের মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, নিহতরা একই মালিকের দুটি ট্রাক চালাতেন। এর মধ্যে একটি ট্রাক নষ্ট হয়ে গেলে অন্য ট্রাক দিয়ে সেটিকে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ব্রিজের ডিভাইডারের ওপর দিয়ে গাড়ি উঠানোর চেষ্টা করা হয়। ধারণা করা হচ্ছে, চালকেরা হয়তো রাস্তা পার হচ্ছিলেন অথবা অন্য গাড়ির সাহায্য নিতে চাইছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের রহমতপুর এলাকার রাকিব।

দুর্ঘটনার পর ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!