ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো মঞ্চে উপস্থিত হননি কেন্দ্রীয় নেতারা। এরইমধ্যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। জনতা ব্যাংক মোড় এলাকায় এরইমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মী-সমর্থকদের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হয়। এরপর থেকেই ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করেন। দলীয় সূত্র জানিয়েছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রীয় নেতারা মঞ্চে এসে বক্তব্য দেবেন।
সালথা উপজেলা থেকে সমাবেশে অংশ নিতে আসা মো. হাসান বলেন, “আমি সকাল ১১টার দিকে এসেছি। এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শোনার জন্যই এখানে এসেছি।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “নিরাপত্তা বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।”
ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, “পথসভা মূলত দুপুর ১টার দিকে শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতোমধ্যে বক্তব্য দিচ্ছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে