ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে উচ্চ ভোল্টেজের (৩৩,০০০ ভোল্ট) বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার উপর দিয়ে স্থাপনের বিরুদ্ধে গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে সঞ্চালন লাইনটি আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছে।
গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে সঞ্চালন লাইনটি ফেরিঘাট এলাকা দিয়ে অন্য পথে ছিল। কিন্তু নতুন ফ্যাক্টরি সম্প্রসারণের কারণে খয়রাবাদ নদীর উপর দিয়ে ঘুরিয়ে গ্রামবাসীর বসতবাড়ির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যা জীবন ঝুঁকিপূর্ণ ও অবৈধ।
স্থানীয় বাসিন্দা রিমন খান বলেন, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি এবং সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তবুও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
অন্য এক বাসিন্দা মোঃ প্রান্ত খান অভিযোগ করেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমির ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপরাধ বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।”
এসময় এলাকাবাসী দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম করছে। প্রতিবাদকারী কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও উচ্চ ভোল্টেজের ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন প্রত্যাহারের জোর দাবিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, “আমাদের এলাকার কিছু স্বার্থান্বেষী মহল অপসোনিন ফার্মা থেকে সুবিধা নিয়ে পুরো গ্রামের মানুষকে চরম ঝুঁকিতে ফেলেছে। আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আবাসিক এলাকার ভেতর দিয়ে যেন উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন না নেওয়া হয়।”
ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে