AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০২:৩২ পিএম, ১৬ জুলাই, ২০২৫

নড়াইলে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে নাহিদ শেখ গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ভাটার পাশে এই হামলার ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। আহত নাহিদ শেখ তারই পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শেখ ও একই গ্রামের কাওছার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও মীমাংসা হয়নি।

বুধবার সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ বিরোধপূর্ণ জমির সীমানা চিহ্নিত করতে গিয়ে আইল কাটছিলেন। এ সময় কাওছার শেখের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই নিহত হন এবং তার ছেলে নাহিদ গুরুতর আহত হন।

আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

 


একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!