AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিপিএমসিএ নির্বাচন:

ইবনে সিনা হেড অফিসে সৌজন্য সাক্ষাতে আফরোজা খানম রিতা


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
১২:২৮ পিএম, ১৬ জুলাই, ২০২৫

ইবনে সিনা হেড অফিসে সৌজন্য সাক্ষাতে আফরোজা খানম রিতা

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আফরোজা খানম রিতা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা ট্রাস্টের প্রধান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর ও আংশিক সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মানিকগঞ্জ জেলার সম্ভাবনা, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, রাজনৈতিক সৌহার্দ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয়ের মধ্যে গঠনমূলক আলোচনা হয়। তারা সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতের শেষে মুহাম্মদ জাহিদুর রহমান অতিথিকে কিছু মূল্যবান বই উপহার দেন। উপহারপ্রাপ্ত বইগুলো জ্ঞানের অগ্রযাত্রায় একটি সৌহার্দ্যপূর্ণ স্মৃতি হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন আফরোজা খানম রিতা।

সাক্ষাৎ শেষে দু’জনই রাজনীতিতে পারস্পরিক সম্মান, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং উন্নয়নমূলক চিন্তার বিকাশে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!