গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে জিয়ারুল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিহতের বড় ভাই ইব্রাহিম আলী, ভাবী শামছুন্নাহার বেগম ও ভাতিজা ছামিউল ইসলাম।
এর আগে গত ১২ জুন (শুক্রবার) রাতে গাছের আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক কথাকাটাকাটি হয়। বড় ভাই ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালমন্দ করলে ছোট ভাই জিয়ারুল ইসলাম প্রতিবাদ করেন। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে চাচা জিয়ারুল ইসলামের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। চিৎকার শুনে স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেন ছুটে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয় এবং আহত হন তার স্ত্রী-সন্তান।
নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে ৫ জনের নামসহ ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, “গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/গা.প্র/এ.জে