AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির



চরভদ্রাসনে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে। কখনো ভারী আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে উপজেলার বেশির ভাগ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে খুব একটা যাননি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন সরদার জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এক ঘণ্টার বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়। এরপরও সোমবার ও মঙ্গলবার সারাদিনই বিরামহীনভাবে বৃষ্টি হয়েছে। ফলে পুরো উপজেলা জুড়ে দুর্ভোগ দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছে। টানা বর্ষণে যানবাহন চলাচলও ছিল খুবই কম।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই বিভিন্ন সড়ক পানিতে নিমজ্জিত হয়। ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে।

গত দুই দিনের লাগাতার বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। কাজের সুযোগ না থাকায় তারা ঘরে বসেই অলস সময় কাটাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিন দিন জলাবদ্ধতা আরও প্রকট হচ্ছে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!