চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ভুটভুটি উল্টে এক চালক নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি এলাকা থেকে আম পাড়ার জন্য ভুটভুটি যোগে একটি দল কাকনহাটের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ফুলকুড়ি বাজার এলাকায় রাস্তার মাঝখানে একটি গর্তে সামনের চাকা পড়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায়। এতে চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত হন একই এলাকার আজিজুল হক (৬০), মুরাদ (৩০), শনি (৩০), সেরাজুল (৪০) ও মারুফ (২০)। গুরুতর আহত অবস্থায় মুরাদ ও শনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত চালকের নাম জুয়েল রানা (৩৫)। তিনি গোমস্তাপুর উপজেলার আলিনগর (তেলিপাড়া) বাঙাবাড়ি কাউন্সিল এলাকার বাসিন্দা।
নাচোল থানার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক চালক জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে