মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় পৌরসভার মহসিন অডিটোরিয়ামে উন্মুক্ত বাজেট অধিবেশনে ৫৫ কোটি ৫৭ লাখ ৫হাজার টাকার বাজেট ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। বাজেট অধিবেশনে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
বাজেটে ৩১ কোটি ৯ লক্ষ টাকা উন্নয়ন খ্যাতে এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লক্ষ পাঁচ হাজার টাকা। এছাড়া সংস্থাপন ব্যয় রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। শিক্ষা ব্যয় ২০ লাখ, স্বাস্থ্য ও প্রয়. প্রণালী (স্যানিটেশন) ব্যয় ২ কোটি ১২ লাখ। বৃক্ষ রোপণ ও রক্ষনাবেক্ষণ ব্যয় ৫ লাখ, জাতীয় দিবস উদযাপন ও অন্যান্য ১৫ লাখ। পানি সরবরাহ খাতে ২ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা, সড়ক বাতি উন্নয়ন ব্যয় ১০ লাখ, জরুরি ত্রাণ খাতে ২০ লাখ, ডেঙ্গু, করোনা ভাইরাস ও নালা নর্দমা পরিস্কার-পরিচ্ছন্ন ব্যয় ১ কোটি ৯৭ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয় ৫ লাখ ৫০ হাজার, পারস্পরিক শিখন-প্রশিক্ষণ ব্যয় ৫ লাখ, হতদ্ররিদ্র শিক্ষার্থীদেও প্রশিক্ষণ ব্যয় ৭ লাখ, পৌর এলাকার যানজট নিরসন ও ব্যবস্থাপনা ব্যয ১৪ লাখ এবং নারী উন্নয়ন ব্যয় ৩ লাখ ৫০ হাজার টাকা।
আধুনিক, পরিচ্ছন্ন, স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রæতি দিয়েই ওই বাজেটটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন। প্রস্তাবিত ওই বাজেটে পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক প্রস্তাবিত বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার এর সহযোগিতায় বাজেট অনুষ্ঠানে পৌরসভা পরিচালনা কমিটি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীমহল উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে