নওগাঁর আত্রাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মূল গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক কটুক্তি ও অপপ্রচার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুবকর সিদ্দিক ,মো. কামরুল হাসান সাগর, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট ও সম্পাদক কে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক সাকিল আহমেদ, সদস্য সচিব আদর হোসেন, যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক জুলহাজ মণ্ডল ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে কটুক্তি ও ষড়যন্ত্র করছে। এইসব হামলা-মামলা ও অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমানো যাবে না।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে