সারাদেশে গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, “গুপ্ত সংগঠনগুলোর অপতৎপরতা নতুন কিছু নয়। আজ যখন আমরা মাঠে, তখন তারা ছায়ায় থেকে ষড়যন্ত্রে লিপ্ত।” তারা আরও বলেন, “মিটফোর্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অবমাননার চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।”
বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “বিএনপি ও ছাত্রদল সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিল। হামলা-মামলার শিকার হয়েও রাজপথ ছাড়িনি। আজ আমাদের নেতৃবৃন্দের সম্মানহানি করে যারা ঘৃণার রাজনীতি করছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।”
সমাবেশে বক্তারা সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেন, “এ দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে