ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের শান্তি মোড় থেকে জেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মিছিলটি শুরু হয়। প্রায় দুই কিলোমিটার হেঁটে শহরের প্রধান সড়ক অতিক্রম করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তরা বলেন, ৫ আগস্টের পর একটি দল ক্ষমতার শূন্যস্থান দখল করে সারা দেশে চাঁদাবাজি, দখলদারি ও খুনাখুনির মাধ্যমে জনজীবনে ভয়ংকর অনিরাপত্তা তৈরি করেছে। তারা যেন নিজেদেরই রাষ্ট্রের মালিক মনে করছে। এই নব্য-ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা রাজপথে এসেছি। ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার দ্রুত বিচার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আসিফ নিহালসহ অন্যরা।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে