মোটরসাইকেল যোগে দুই বন্ধু বোনের বাড়িতে যাচ্ছিল। পথে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুরের সাবদারপুর সড়কের ডাকাততলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলে এক বন্ধু মারা গেলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক বন্ধু।
জানা যায়, মহেশপুরের আদমপুর পূর্বপাড়ার লোকমান ব্যাপারির ছেলে হাবিবুর রহমান (২২) ও সলেমানের ছেলে শফিকুল ইসলাম (২৩)। তারা দুই বন্ধু। মঙ্গলবার সকালে মেটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কোটচাঁদপুরের দোড়ায় বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুরের ডাকাততলা নামক স্থানে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে মারা যান শফিকুল ইসলাম আর গুরুতর আহত হন হাবিবুর রহমান। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান প্রতীক হাবিবুর রহমানকে দেখে অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে শফিকুল ইসলামের মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আর স্বজনরা হাবিবুর রহমানকে যশোর হাসপাতালে নিয়ে গেছেন। ওই ঘটনার পর ইঞ্জিনচালিত ভ্যানের ড্রাইভার ভ্যান ফেলে পালিয়েছে।
কোটচাঁদপুর থানার পিএসসি আলামিন হোসেন বলেন, ওই ঘটনায় একজন মারা গেছেন। আর অন্যজন গুরুতর আহত। তাকে স্বজনরা যশোর হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে। আর মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনায় পতিত ভ্যান আর মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে