AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারারোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা



উজিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারারোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনাবাদি ও পতিত জমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে ইউএনও মো. আলী সুজা বলেন, “প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ফাঁকা জমিতে নিজ নিজ উদ্যোগে গাছের চারা রোপণ করা উচিত। বৃক্ষ না থাকলে অচিরেই জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। ফলে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কারণে কৃষিকাজ ব্যাহত হবে, খাদ্যশস্য উৎপাদন কমে যাবে এবং তখন বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে।”

তিনি আরও বলেন, “সময়ের আগেই আমাদের সচেতন হতে হবে। সবাইকে বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে সবুজ করে গড়ে তুলতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহে আলম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!