জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ ও সম্মান জানাতে আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের অংশগ্রহণে ‘জুলাই যোদ্ধাদের গল্পশুনি’ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লক্ষ্মীপুর জেলা শাখা।
শনিবার (১৪ জুন) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জুলাই আন্দোলনের শহীদ ওসমানের পিতা আবদুর রহমান, আহত যোদ্ধা খালেদ মাহমুদ সুজন ও শুভ আহমেদ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
তাঁরা বক্তব্যে জুলাই সনদের ঘোষণা বাস্তবায়ন, আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, নিহত পরিবার ও আহতদের চাকরি ও পুনর্বাসনের জোর দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরমান হোসাইন, রেদোয়ান হোসেন রিমন, জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ খান, জিল্লুর রহমান, শিব্বির আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, এই ‘গল্পশুনি’ আয়োজনের মাধ্যমে শুধু স্মৃতিচারণ নয়, বরং জুলাই আন্দোলনের রাজনৈতিক ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস চলছে, যা আগামী প্রজন্মকে সচেতন ও উদ্দীপ্ত করবে।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে