AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২



ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের বাসটি একটি অটোরিক্সাকে ওভার টেক করে সামনে উঠতে গেলে 

পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে খাদে পরে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই নিহত হন পিক-আপ চালক এবং গুরুতর আহত চালক সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা হাসপাতালে পাঠান। তিনি সেখানেই মৃত্যু বরন করে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ দুই থেকে তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভান্ডারিয়ার এক ফল ব্যবসায়ী জানান, এই পিক-আপটি সকালে আমাকে মাগুরা থেকে লিচু এনে দেয়। গাড়িটিতে তিন জন ছিল একজন তার ব্যক্তিগত কাজে ভান্ডারিয়াতে থেকে যায়।আর দুই ড্রাইভার পিক-আপটি নিয়ে রাজাপুর দিকে আসে। 

নিহতরা হলেন, মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) এবং ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। এ সময় চালকের আসনে ছিলেন, সুয়াজ বিশ্বাস।

এ দিকে খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশামর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং গাড়ি দুটো উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

Link copied!