AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চালু



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের আগের ৩ দিন এবং ঈদের পরের ৫ দিন এই বিশেষ ট্রেন চলাচল করবে। এজন্য ৩ জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত জয়দেবপুর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে এবং সেই রেক ব্যবহার করেই এই বিশেষ ট্রেন চলবে।

স্পেশাল ট্রেনটি ঈদের পূর্বে ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত জয়দেবপুর থেকে পার্বতীপুর এবং ঈদের পরে ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত পার্বতীপুর থেকে জয়দেবপুর রুটে চলাচল করবে। ঈদের পূর্বে পার্বতীপুর স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে ছেড়ে যাবে রাত ৭টায় এবং পার্বতীপুরে পৌঁছাবে ভোর ২টা ৩০ মিনিটে। অপরদিকে, জয়দেবপুর স্পেশাল ট্রেন পার্বতীপুর থেকে ছেড়ে যাবে সকাল ৮টা ১৫ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

ঈদের পরে ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে যাবে সকাল ৮টা ১৫ মিনিটে এবং জয়দেবপুরে পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার জয়দেবপুর থেকে ছেড়ে যাবে রাত ১০টা ২০ মিনিটে এবং পার্বতীপুরে পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটি চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি দেবে।

যাত্রীদের নিরাপদ ও সাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্বতীপুর রেলওয়ে জংশনসহ প্রতিটি যাত্রীবাহী ট্রেনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

 


একুশে সংবাদ/ দি.প্র /এ.জে

Link copied!