সাংবাদিকদের জনপ্রিয় পেশাদার সংগঠন চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। প্রবীণ সাংবাদিক সৈয়দ আবু মুসাকে সভাপতি এবং সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সারকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠিত হয়।
শনিবার (২৪ মে ) বিকেল ৫টার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্য-লক্ষ্য বাস্তবায়নে দিকনির্দেশনা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহসভাপতি মাস্টার এম কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, অর্থ সম্পাদক মো. আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম, নির্বাহি সদস্য মেহেদী হাসান তুহিন ও জুবায়ের হোসেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবু মুসা চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবকে বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত মানোন্নয়নে সবাইকে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
সভাপতি নব গঠিত কার্যকরী কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন করার আহ্বান জানান। সভায় সংগঠনের উদ্যোগে একটি মানসম্পন্ন সূভ্যেনিয়র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়, একই সাথে বৃহত্তর চট্টগ্রাম থেকে পেশাদার সংবাদ কর্মীরা যাতে সংগঠনের সদস্য হতে পারেন তার জন্য জুন-জুলাই দুই মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়।
২০২৫-২৬ সেশনের জন্য নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি কাজী জিয়াউদ্দিন সোহেল, সহসভাপতি মাস্টার এম কামাল উদ্দিন, মাসুদ আলম সাগর, অর্থ সম্পাদক মো. আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম, নির্বাহি সদস্য মেহেদী হাসান তুহিন ও জুবায়ের হোসেন।
একুশে সংবাদ/ চ.প্র /এ.জে