সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন অ্যাযাওয়ার্ড-২০২৫ পেলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান।
শুক্রবার (২৩ মে) বিকেলে ঢাকাস্থ হোটেল অরনেটের হলরুমে শেরে বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনাসভা, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
শেরে বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যন সৈয়দ মারগুব মোর্শেদ এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পিরজাদা শহীদুল হারুন।
একুশে সংবাদ/ শে.প্র /এ.জে