গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম. মিঠু লস্কর, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মাহমুদ খান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের লস্কর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামিম মুন্সী প্রমুখ।
বৈঠকে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রঞ্জু কাজী এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক তুহিন শেখ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয় এবং তার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অনুরোধ করা হয়।
একুশে সংবাদ/গো.প্র /এ.জে