গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের অষ্টমী দিনে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০৬টি দুর্গামণ্ডপের মধ্যে একমাত্র সাদুল্লাপুর পৌর শহরের বারোয়ারী মন্দিরেই এ পূজা সম্পন্ন হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কুমারীপূজা দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ ভিড় জমায়।
বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক লিটন কুমার সরকার জানান, কুমারীপূজা হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আচার। নবরাত্রি উৎসবের অষ্টমী ও নবমীতে সাধারণত এ পূজা অনুষ্ঠিত হয়। এতে নয়জন কিশোরী অংশ নেয়, যা দেবী দুর্গার নয়টি রূপ বা নবদুর্গাকে প্রতীকীভাবে উপস্থাপন করে।
তিনি আরও বলেন, “কুমারীপূজা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজে সম্প্রীতি ও ভক্তির বার্তা ছড়িয়ে দেয়।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

