AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে ১০৬ দুর্গামন্দিরের মধ্যে শুধু বারোয়ারী মন্দিরে কুমারীপূজা



সাদুল্লাপুরে ১০৬ দুর্গামন্দিরের মধ্যে শুধু বারোয়ারী মন্দিরে কুমারীপূজা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের অষ্টমী দিনে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০৬টি দুর্গামণ্ডপের মধ্যে একমাত্র সাদুল্লাপুর পৌর শহরের বারোয়ারী মন্দিরেই এ পূজা সম্পন্ন হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কুমারীপূজা দেখতে বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ ভিড় জমায়।

বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক লিটন কুমার সরকার জানান, কুমারীপূজা হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আচার। নবরাত্রি উৎসবের অষ্টমী ও নবমীতে সাধারণত এ পূজা অনুষ্ঠিত হয়। এতে নয়জন কিশোরী অংশ নেয়, যা দেবী দুর্গার নয়টি রূপ বা নবদুর্গাকে প্রতীকীভাবে উপস্থাপন করে।

তিনি আরও বলেন, “কুমারীপূজা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজে সম্প্রীতি ও ভক্তির বার্তা ছড়িয়ে দেয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!