AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৮:৫৯ পিএম, ২১ মে, ২০২৫

মোরেলগঞ্জে  বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রীস আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানার বড় ভাই জাহিদুল ইসলাম খানের বিরুদ্ধে স্থানীয় বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


বুধবার (২১ মে) বিকেলে বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে  ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


এতে স্থানীয় বিএনপির কয়েক শত নারী-পুরুষ অংশ নেয়। প্রবাসী জাহিদুল ইসলাম ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে সাবেক সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগের স্নেহধন্য উল্লেখ করে জাহিদুল ইসলাম ও তার ভাই যুবলীগ নেতা রানা মেম্বারের বিরুদ্ধে অবস্থান নেয় এলাকাবাসী।


স্থানীয় বিএনপি নেতারা বলেন, গত ১৬ মে (শুক্রবার) আওয়ামীগ নেতা জাহিদুল ইসলাম গ্রামের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ও এনসিপি নেতাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতারা ওই এলাকায় প্রতিবাদ করেন। এটা টের পেয়ে জাহিদুল ইসলাম এলাকায় প্রবেশ করতে না পেরে ঢাকায় ফিরে যান। পরবর্তীতে রান্না করা খবার রানা মেম্বারের বাহিনী নষ্ট করে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের অনুসারীদের উপর দোষ চাপিয়ে দেন।


এ ঘটনায় জাহিদুল ইসলাম সত্যতা ধামাচাপা দিতে ভিন্ন খাতে প্রবাহিত করতে জাতীয় দৈনিক মানবজীবন ও কালবেলায় মনগড়া সংবাদ প্রচার করেন। তাই বিএনপি মিথ্যা অপবাদের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করেছে।


ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  খলিল আহমেদ ঈমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার জাহিদ ইউনিয়ান সর ইউনিয়ন যুগ্ম সম্পাদক মশিউর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সম্পাদক নান্টুসহ মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে  উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ////র.ন

Link copied!