পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোসাম্মৎ গুলবানু (৫৫) গাঁজাসহ পুলিশের হাতে আটক। আটক গুলবানুর স্বামী মৃত নূর মোহাম্মদ।
পুলিশ সূত্রে জানা গেছে, মোসাম্মৎ গুলবানু ও তার ছেলে রাজিব দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার ব্যবসায় জড়িত।
২১ মে (বুধবার) রাত ২টা ৩০ মিনিটে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় এবং পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলামের নেতৃত্বে এসআই অপূর্ব সরকার একটি অভিযান চালান।
গোপন সংবাদের ভিত্তিতে গুলবানুর নিজ বাড়ির সামনে তল্লাশি চালিয়ে তার কাপড়ের ব্যাগে থাকা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
এ ঘটনায় গুলবানুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (নং-১৯, তারিখ ২১-০৫-২০২৫) রুজু করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও গুলবানু ও তার ছেলে রাজিব ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তারা পূর্ব মামলায় জামিনে মুক্ত।
পুলিশ জানিয়েছে, গুলবানু ও তার পরিবার দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, আমরা মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ////র.ন