“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভুতি”– এই মানবিক স্লোগানকে সামনে রেখে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শুক্রবার (১৬ মে) সকালে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও এম এম সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম, শিক্ষিকা কামরুন্নাহার লাকি, সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করার জন্য সংগঠনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে সংগঠনের বিভিন্ন অবদান ও কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি গত ছয় বছরে প্রায় ১২ হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে অসুস্থ ও জরুরি রোগীদের মাঝে সরবরাহ করেছে, যা একটি বিরল দৃষ্টান্ত।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে