ঈদে স্বস্তিতে সব ধরনের কেনাকাটার জন্য শুরু হয়েছে আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫। চলবে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করে মেলা পরিচালনা করার নির্দেশ দিয়েছেন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।
সোমবার (১২ মে) রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলাটি উদ্বোধন হয়। এবারের মেলায় ২০০ এর অধিক স্টল থাকছে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মেলা মানুষের মনে আনন্দ দেয়। স্বল্প মূল্যে সব ধরনের প্রোডাক্ট পাওয়ার মাধ্যম হচ্ছে মেলা, তাই সবাই মেলায় যায়। তাই এই উদ্যোগকে স্বাগত জানাই। সকল ব্যবসায়ীদের, মেলায় আগত সকল ক্রেতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি।
মেলায় আসা ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার বৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভালো ব্যবহার পেলে মানুষ মেলার প্রতি আকৃষ্ট হবে। সবাই খুশি মনে যেন কেনাকাটা করতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য মেলা কতৃপক্ষকে নির্দেশ দেন। কোন ধরনের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নিতে বলেন মেলা কতৃপক্ষকে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে ও মাসুম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীরা মোঃ তসলিম আহসান মাসুম এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক মোঃ শরীফ উদ্দিন জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ সাজ্জাদুল মিরাজ। এ সময় মেলার বিভিন্ন স্টলের মালিকরা বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/রাফি/বাবু//এ.জে