AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা



বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্য প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ ও ধ্বংস করেছে যৌথবাহিনী। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি অবৈধভাবে শিশু খাদ্য প্রস্তুতের কারখানা পরিচালনা করছিলেন। কোনো সরকারি অনুমোদন বা বিএসটিআই সনদ ছাড়াই “আব্দুল্লাহ ফুড” নামে ঢাকার ঠিকানা ব্যবহার করে শিশুদের জন্য নানা ধরনের পণ্য যেমন ড্রিংকো জুস, আইস ললি, তেঁতুলের চাটনি ইত্যাদি তৈরি করা হতো।

এসব খাদ্য তৈরিতে ব্যবহৃত হতো স্যাকারিন, ঘন চিনি, কেমিক্যাল সেন্ট এবং পানির মিশ্রণ। এতে করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানকালে জাহিদুল ইসলাম ছাড়াও তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিক খাদ্য উৎপাদনে জড়িত ছিলেন। উদ্ধারকৃত নকল খাদ্য পণ্যগুলো ভূমি অফিসে নিয়ে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল বলেন,“এসব ভেজাল খাদ্য শিশুদের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!