AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
১১:৪৩ এএম, ৪ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ঘোষিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে, অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় নিয়ম অনুযায়ী পুন্যকর্ম সম্পন্ন করা, আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং প্রশাসনের পক্ষ থেকে আংশিক আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং নিহতদের পরিবারকে ইতোমধ্যে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “প্রশাসনের আংশিক আশ্বাসে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকা অবরোধ আমরা স্থায়ীভাবে প্রত্যাহার করছি। তবে ৮ দফা দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আরও কঠোর ও অনির্দিষ্টকালীন আন্দোলন ঘোষণা করা হবে।”

এদিকে ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের বাবার দোকান ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। তিনি আরও জানান, ১৪৪ ধারা এখনও বলবৎ আছে, তবে দিনের বেলায় তা শিথিল রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!