বাংলাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধ দাবিতে আজ শুক্রবার (০৯ মে) শহীদ আসিফ চত্বরে সাতক্ষীরায় সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সাতক্ষীরার সকল ছাত্র-জনতা শহীদ আসিফ চত্বরে এসে মিলিত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকে।
এ সময় ছাত্র জনতার পক্ষে মোঃ ইমরান হোসেন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে সরবেন না। এ সময় সকল ছাত্র-জনতাকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
আওয়ামীলীগ নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ সমাবেশের অন্যতম নেত্রী সালেহা জান্নাত বলেন আপনারা এখনও কেনো ঘরে বসে আছেন ঐক্য বদ্ধভাবে মাঠে নামুন।
সমাবেশে নেতারা বলেন বিক্ষোভ সবাই চলবে তারা তাদের অবস্থান চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে।
একুশে সংবাদ/স.প্র/এ.জে