AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৬:০৯ পিএম, ৮ মে, ২০২৫

কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মে.টন চাল সংগ্রহ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান, চাতাল-মিল ব্যবসায়ী ও বিএনপি নেতা সহিরুজ্জামান সাজু, মিলার মুকুল, রেজা সহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, “আজকের উদ্বোধনের মাধ্যমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হলো। কৃষকদের সুবিধার্থে এ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালু রয়েছে। সকলকে জানানো হচ্ছে যেন কৃষকরা সরাসরি গুদামে ধান দিয়ে ন্যায্যমূল্যে অর্থ পেতে পারেন।”

সরকারি এই সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের জন্য এটি একটি স্বস্তির বার্তা হিসেবে দেখা যাচ্ছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!