চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা খাতুন (৫২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মতিয়ারের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত রোজিনা খাতুন কার্পাসডাঙ্গা গ্রামের মুচির বটতলার ফল ব্যবসায়ী সামসুল আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে রোজিনা খাতুন প্রাতভ্রমণে বের হন। এ সময় ইটভাটার সামনে পৌঁছলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর মোটরসাইকেলচালক কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ইদুর ছেলে হৃদয়কে আটক করেন স্থানীয়রা৷ খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হৃদয়কে হেফাজতে নেন।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ নাইমুল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই রোজিনা খাতুনের মৃত্যু হয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :