বাগেরহাটের মোরেলগঞ্জে মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। বিএনপি সরকার শ্রমবান্ধব সরকার, এবং শহীদ প্রেসিডেন্ট তার জীবনে শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসেন, তবে এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।"
তিনি আরও বলেন, "আমি কাজী খায়রুজ্জামান শিপন, মোরেলগঞ্জ ও শরণখোলার শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং আগামীতে থাকবো। বিশেষ করে শ্রমিকদলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে মোরেলগঞ্জে পানগুছি সেতু, সুন্দরবন পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা এখানকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।"
শিপন বলেন, "দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং শ্রমজীবী মানুষের কল্যাণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দ্রুততম সময়ে অনুষ্ঠিত হবে, যাতে পরিবর্তনের সুফল শ্রমিক-মেহনতি মানুষ প্রকৃত অর্থে ভোগ করতে পারে।"
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলামসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশটি মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লার সভাপতিত্বে এবং পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ খান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ//বা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :