যশোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও জাল নোটসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় ৮ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে যাদের আটক করা হয়, তারা হলেন—হাসানুর রহমান রিংকু (ঘুরুলিয়া),আবুল হাসান (চুড়ামনকাঠি),আমিনুর রহমান (কচুয়া ঘাটকান্দা),মাসুদ রানা (খোজারহাট বিজয়নগর)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, নিয়মিত মাদক ও অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি দেশীয় অস্ত্র, ২০০ পিস ইয়াবা, এবং এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,“আটক ব্যক্তিরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) তাদের আদালতে পাঠানো হবে।”
যশোর অঞ্চলে সম্প্রতি মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন। নিয়মিত অভিযান পরিচালনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ//য.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :