চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানিক দল।
বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, “আমি বর্তমানে জেলার বাইরে রয়েছি। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরে আনা হচ্ছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।”
বিজিবির পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মজুদ করা হয়েছিল। তবে কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
উল্লেখ্য, সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ//চাঁ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :