AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা দুই দিন সূর্যের দেখা নেই


Ekushey Sangbad
মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
০১:৪২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা দুই দিন সূর্যের দেখা নেই

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই। শীতল হাওয়ার সঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া পরিস্থিতিকে আরও তীব্র করেছে। ঠান্ডার প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

গ্রামাঞ্চলের দরিদ্র মানুষজন, বিশেষ করে দিনমজুর ও শ্রমিকরা কাজের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পাশাপাশি শিশুরা ও বয়স্ক ব্যক্তিরা শীতজনিত নানা অসুখে ভুগছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন আবহাওয়ায় খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তবে শীতবস্ত্রের অভাব তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধরনের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসন শীতার্ত মানুষের সাহায্যে ত্রাণ কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ অবস্থায় জনসাধারণ দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!