সুবিধা বঞ্চিত কৃষকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে নওগাঁর মান্দায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ের সামনে বৈষম্য দুর করে কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ পরিচালনার দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান মিতু, আব্দুল হান্নান, আব্দুল মালেক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, প্রতি বছর বোরো মৌসুম শুরুর আগেই গভীর নলকূপের অপারেটর নিয়ে জটিলতার সৃষ্টি হয়। দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়া অপারেটরেরা নিজেদের ইচ্ছেমতো সেচকাজ পরিচালনা করে। সঠিকভাবে সেচ না পাওয়ায় কৃষকের ধানের উৎপাদন কমে যায়।
৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এবারে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। এতে করে অনেক নলকূপে জটিলতার সৃষ্টি হবে। সেচ মৌসুম শুরুর আগেই প্রত্যেকটি নলকূপে কৃষক সমিতি গঠন করে সেচকাজ পরিচালনার দাবী করেন তিনি।
উল্লেখ্য, মান্দা উপজেলায় ৪৮৪টি গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে ১৬৫ নলকূপে নতুন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৮৯টি নলকূপে পুরাতন অপারেটরেরা বহাল আছেন এবং ৩০টি নলকূপে আবেদন না পড়ায় সেগুলো স্থগিত রাখা হয়েছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

