মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪আগষ্ট মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামী শ্রীনগর উপজেলা তরুণলীগের সভাপতি তুহেল খান(৪৫)কে গ্রেফতার করেছেে পুলিশ।
শনিবার বিকেলে শ্রীনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী তুহেল খানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী তুহেল খান উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দক্ষিন রাঢ়ীখাল গ্রামের মৃত সুজাল খানের ছেলে। সে উপজেলা তরুনলীগের সভাপতি এবং রাঢ়ীখাল ইউনিয়নে একজন ভুমিদুস্যু হিসেবে পরিচিত।
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা জানান, তুহেল খানকে মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করে ঐ থানায় প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

