AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বেপরোয়া গতির বোগদাদ পরিবহনের বাসের ধাক্কায় হারুন অর রশিদ ওরফে জুলহাস থান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা পূর্ব বাজারে স’মিলের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মারাত্মক আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান জুলহাস। তিনি চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী খান বাড়ির আব্দুল জলিল খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী বাকিলার খলাপাড়া গ্রামের শরীফ হোসেন জানান, বোগদাদ পরিবহনের বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় ঘটনাস্থল অতিক্রম করাকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলচালককে সজোরে ধাক্কা মেরে দ্রুত বেগে ঘটনাস্থল থেকে হাজীগঞ্জের দিকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মোটরসাইকেলচালক জুলহাস খানকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্র জানান, হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়িতে তার বোনের বাড়ি। সেই বোন জামাই সম্প্রতি মারা যাওয়ায় বোন জামাইয়ের বেকারি ব্যবসা পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ দ্য চিটাগাং বেকারিতে যাওয়া-আসা করে ব্যবসা পরিচালনা করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে এবং নিহত যুবকের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসারসহ সঙ্গীয় ফোর্স রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!