মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) শহীদ রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে এই পরীক্ষা পঞ্চমবারের মতো আয়োজন করা হয়।
উপজেলার ৪০টিরও অধিক স্কুলের ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৩১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রথম দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩য় ও ৪র্থ শ্রেণির এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৮ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করতেই প্রতিবছর এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
পরীক্ষা আয়োজক কমিটির সমন্বয়ক ও প্রধান উপদেষ্টা মা. মাসুদ রানা বলেন, “ভাষা শহীদ রফিক আমাদের জাতীয় গর্ব। নতুন প্রজন্ম যেন তাকে জানে, চিনে ও মর্যাদার সঙ্গে স্মরণ করে—সেই উদ্দেশ্যেই তার নামে পরীক্ষার নামকরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

