AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে শহীদ রফিক স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



সিংগাইরে শহীদ রফিক স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) শহীদ রফিক ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে এই পরীক্ষা পঞ্চমবারের মতো আয়োজন করা হয়।

উপজেলার ৪০টিরও অধিক স্কুলের ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৩১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রথম দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩য় ও ৪র্থ শ্রেণির এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৮ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করতেই প্রতিবছর এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

পরীক্ষা আয়োজক কমিটির সমন্বয়ক ও প্রধান উপদেষ্টা মা. মাসুদ রানা বলেন, “ভাষা শহীদ রফিক আমাদের জাতীয় গর্ব। নতুন প্রজন্ম যেন তাকে জানে, চিনে ও মর্যাদার সঙ্গে স্মরণ করে—সেই উদ্দেশ্যেই তার নামে পরীক্ষার নামকরণ করা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!