AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
১১:৩৩ এএম, ২৩ নভেম্বর, ২০২৫

কেন্দুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নম্বর চিরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে ছিলিমপুর ঈদগাহ মাঠসংলগ্ন বালুর মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সাফায়েত উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুল করিম হালেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ভুইয়া ও আব্দুল আউয়াল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদেরী, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুন খান, উপজেলা যুবদল নেতা ফয়সাল কবীর খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন, “দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই, মামলা-হামলা ও জেল-জুলুম পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছি। লেখাপড়ায় মেধাবী ছাত্র হয়েও এমপি হওয়ার স্বপ্নে কোনো চাকরিতে যাইনি। এলাকার মানুষের সেবার আকাঙ্ক্ষা থেকেই রাজনীতিতে নিজেকে নিয়োজিত করেছি। সততার সাথে সব কর্মকাণ্ড করেছি। অর্থের বিনিময়ে কমিটি বা কোনো পদ দেওয়ার প্রশ্নই আসে না। মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিলেন, কিন্তু দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের দায়িত্ব আমি নিব। কোনো নিরপরাধ ব্যক্তি মামলা-হামলা ও নির্যাতনের শিকার হবেন না। ছিলিমপুরবাসীর সুখে-দুঃখে পাশে থাকবো।”

সমাবেশে বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!