প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে শাড়ি, লুঙ্গি ও শুকনা খাবার বিতরণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জনতার মেয়র খ্যাত আলহাজ্ব হাতেম খান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকা পৌরসভার ২ নং ওয়ার্ডের কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে আনন্দমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আলহাজ্ব হাতেম খান নিজ হাতে উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন বনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাতেম খান। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
আলহাজ্ব হাতেম খান বলেন, “রাজনীতি মানেই মানুষের পাশে দাঁড়ানো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির, জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন ও আমিনুল ইসলাম পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন শেখ, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়া ২ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য হাতেম খানের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে হাতেম খানসহ আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে