ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। ছোটখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া হবে না।
তিনি স্পষ্ট করে বলেন, কিছু রাজনৈতিক দল ইতোমধ্যেই পিআর ব্যবস্থার পক্ষে আন্দোলন শুরু করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ তা কোনোভাবেই গ্রহণ করবে না। তারা সবসময় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় চরফ্যাশন উপজেলা সদরে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্ব-স্ব এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সক্রিয়ভাবে সহযোগিতা করতে।
তিনি আশা প্রকাশ করেন, নেতাকর্মীরা উৎসবে সম্পৃক্ত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা রফিক আছলামী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদার।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও ২১টি ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে